আমাদের মাঝে মায়া-মমতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘পাবলিক এডমিনিস্ট্রেশন: থিওরি অ্যান্ড কনসেপ্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বইটির রচয়িতা ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব।
শিক্ষা উপদেষ্টা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার (নাজমুন্নেসা মাহতাব) মতো বিদ্বান ব্যক্তিকে হোস্ট করতে পেরে গর্বিত। আমাদের দৈনন্দিন জীবন থেকে মায়া দরদ চলে যাচ্ছে। আমরা দিন দিন মেকানিক্যাল হয়ে যাচ্ছি। কিন্তু একজন শিক্ষক যে মায়ার বাঁধনে শিক্ষার্থীদের জড়ান সেটার অনন্য উদাহরণ অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব। এত ব্যাস্ততার মাঝেও আপনি (নাজমুন্নেসা মাহতাব) যে গতিতে এগিয়ে যাচ্ছেন, এতে আমাদের সমাজ আরও উপকৃত হবে। জুনিয়র শিক্ষকরাও আপনাকে দেখে অনুপ্রাণিত হবে।”
তিনি বলেন, “আমাদের কারিকুলামে এ রকম মৌলিক বই খুব বেশি নেই। ১৯৭২ সালে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বাংলা ভাষায় ভালো বই বেশি নেই। আমরা চেষ্টা করছি একটা ট্রান্সলেশন ব্যুরো প্রতিষ্ঠা করার। এটার কাজ আমরা দ্রুত শুরু করব।”
ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান, জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিন রোজী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সাবিত হাসান প্রমুখ।