আজ বুধবার দিবাগত রাতে (০৭ মে) চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের উত্তেজনাকর ফিরতি লেগে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা দলটি এবার খেলবে প্রতিপক্ষ পিএসজির ঘরের মাঠে।
তবে সব চাপকে পাশ কাটিয়ে জয়ের পূর্ণ প্রস্তুতিতে আশাবাদী আর্সেনাল শিবির। কোচ মিকেল আর্তেতার কণ্ঠে তাই আত্মবিশ্বাসের ঝলক, “আমরা এখানে ইতিহাস গড়তে এসেছি। আমাদের লক্ষ্য একেবারে পরিষ্কার—জিততে হবে, এবং ফাইনালে উঠতেই হবে।”
প্রতিপক্ষ পিএসজিকে হালকাভাবে না নিয়ে তিনি বলেন, “তারা বলের দখলে দারুণ পটু, খেলার প্রতিটি স্তরে আধিপত্য বিস্তার করে। খুবই আক্রমণাত্মক ও চাপ সৃষ্টিকারী দল তারা।”
তবুও নিজ দলের মানসিকতা নিয়ে সন্তুষ্ট আর্তেতা। জানালেন, “আমরা জানি কী করতে হবে। আমরা প্রস্তুত। ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করে আমরা সেটা প্রমাণও করেছি। একটি জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”
দলের অন্যতম ভরসা, মিডফিল্ডার ডেকলান রাইসও একই সুরে কথা বলেন, “এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, কিন্তু আমরা প্রস্তুত। আমরা জানি এই মুহূর্তে কী প্রয়োজন।” তিনি অধিনায়ক মার্টিন ওডেগার্ডের প্রশংসা করতেও ভোলেননি, ‘‘ওডেগার্ড আমাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা।”
প্রথম লেগে পিছিয়ে থাকলেও ফাইনালে ওঠার আশা ছাড়েনি আর্সেনাল। জিততে হবে অন্তত ২ গোলের ব্যবধানে। তবে মাঠে নামার আগে দলের মাঝে রয়েছে তীব্র আত্মবিশ্বাস, লড়াইয়ের মানসিকতা আর ইতিহাস গড়ার তাড়না।