খেলাধুলা

‘আমরা এখানে এসেছি কারণ আমাদের সেটা প্রাপ্য’

আজ বুধবার (৭ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা পিএসজি খেলবে নিজেদের ঘরের মাঠে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কৌশল ও খেলোয়াড়দের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ লুইস এনরিক।

দলের প্রস্তুতি ও কৌশল: এনরিক বলেন, “আমরা এখানে এসেছি কারণ আমরা তা প্রাপ্য। প্রথম লেগে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু দ্বিতীয় লেগেও আমাদের জিততে হবে। আমাদের সমর্থকদের যে বিশ্বাস ও সমর্থন আমরা পেয়েছি, সেটার প্রতিদান দিতে হবে।”

দলের সামগ্রিক শক্তি: তিনি দলের সমন্বিত পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “আমি মনে করি না দলের কোনো একটি অংশ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের শক্তি আমাদের সমন্বিত খেলা এবং প্রতিটি খেলোয়াড়ের অবদান।”

ওসমানে ডেম্বেলের অবস্থা: প্রথম লেগে গোলদাতা ওসমান ডেম্বেলে হ্যামস্ট্রিং ইনজুরির পর সুস্থ হয়ে দলে ফিরেছেন। এনরিক নিশ্চিত করেছেন, “তিনি গত দুই দিন ধরে আমাদের সঙ্গে অনুশীলন করেছেন এবং আগামীকাল (আজ) খেলার জন্য প্রস্তুত।”

আর্সেনাল ও মিকেল আর্তেতা সম্পর্কে মন্তব্য: এনরিক তার সাবেক সতীর্থ ও আর্সেনালের কোচ মিকেল আর্তেতার প্রশংসা করে বলেন, “তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন এবং এখন একজন চমৎকার কোচ। ম্যাচটি কঠিন হবে, যেমনটি প্রথম লেগেও ছিল।”

দলের মানসিকতা ও সমর্থকদের ভূমিকা: তিনি দলের মানসিকতা নিয়ে বলেন, “আমরা আগ্রাসী হতে চাই, বলের উপর নিয়ন্ত্রণ রাখতে চাই এবং আমাদের খেলার ধারা বজায় রাখতে চাই। আমাদের সমর্থকদের আত্মবিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে।”

পিএসজি প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধা এবং ডেম্বেলের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এনরিকের নেতৃত্বে দলটি ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে প্রস্তুত।