চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। বিষয়টি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের জন্য একটি বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারত। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি হচ্ছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান।
ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্রকে রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান চীনের তৈরি জে-১০ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে - যার ফলে কমপক্ষে দুটি বিমান ভূপাতিত হয়েছে।
রাফায়েল এবং পাকিস্তানে ব্যবহৃত জে-১০ মডেল উভয়ই ৪ দশমিক ৫ প্রজন্মের যুদ্ধবিমান। এই প্রজন্মের যুদ্ধবিমানগুলো বর্তমানে অত্যাধুনিক বিমান হিসেবে শীর্ষ স্থান দখল করে আছে।
আরেকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভূপাতিত করা কমপক্ষে একটি ভারতীয় বিমান ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান।
উভয় কর্মকর্তাই জানিয়েছেন, লকহিড মার্টিনের (LMT.N) তৈরি পাকিস্তানের এফ-১৬ বিমানটি ভারতীয় বিমান ভূপাতিত করার সময় ব্যবহার করা হয়নি।
দিল্লি তাদের কোনো বিমানের ক্ষতির কথা এখনো স্বীকার করেনি।
বুধবার রয়টার্স ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, জে-১০ তিনটি ফরাসি রাফায়েল বিমান ভূপাতিত করতে ব্যবহৃত হয়েছিল। সম্প্রতি এগুলো ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছিল।