রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে তৈরি মঞ্চে সমাবেশ শুরু করেছেন আন্দোলনকারীরা। 

শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফ মেহেদীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

মঞ্চে উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা।

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত অব্যাহত আছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এর পর সেখানে লোকজন জড়ো হতে শুরু করে। তারা সারা রাত সেখানে ছিলেন। শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় ওই এলাকা।