বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল মাসুদসহ তার পরিবারের ওপর হামলা চালানো হয়। নিহত মাসুদ রানা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদের সঙ্গে একই গ্রামের মতিনের বাড়ির পাশে এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার দুপুরে সালিশি বৈঠকে আমিন ডেকে জমি মাপার পরও বিরোধ মেটেনি। বিকেলে মতিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুদের পরিবারের ওপর হামলা চালায়। এতে মাসুদ, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালি, চাচাতো ভাই শহিদুলসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘‘এ ঘটনায় নিহতের ভাগ্নি বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে।’’