সারা বাংলা

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষক নিহত 

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছে। হাতেম আলী নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকার ছাফের আলীর ছেলে। একই এলাকায় তিনি এক ছেলে,  দুই মেয়ে ও স্ত্রী  নিয়ে বসবাস করতেন। পাশাপাশি তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন বলে জানান স্থানীয়রা। 

বুধবার (১৪ মে) সকালে বাড়ির পাশে নিজের জমির ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি উপেক্ষা করে হাতেম আলী নিজের জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে হাতেম আলী গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে মারা যান। 

স্থানীয় ইউপি সদস্য মদিনা আলী জানান, ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যান। এ ঘটনায় এলাকার মানুষ শোকাহত।