সারা বাংলা

রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাঙামাটিতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ১৪ নম্বর বিলে এই ঘটনা ঘটে।

তানজিনা আক্তার গাঁথাছড়া ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী। লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশে মেঘ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি স্বরজিৎ দেব বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’