আন্তর্জাতিক

ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল

ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে।

আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হোদেইদাহ গভর্নরেটের আস-সালিফ বন্দরে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন জানিয়েছে, হোদেইদাহর পাশাপাশি রাস ইসার বন্দরগুলোতেও হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েলি বাহিনী হুতি নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোতে ‘আক্রমণ করেছে এবং মারাত্মকভাবে ক্ষতি’ করেছে। 

কাটজ বলেছেন, “যদি হুতিরা ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তবে তারা যন্ত্রণাদায়ক আঘাত ভোগ করবে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন,  এসব হামলা ‘শুরু মাত্র।’

তিনি বলেছেন, “আমরা চুপ করে বসে থাকব না এবং হুতিদের আমাদের ক্ষতি করতে দেব না। আমরা তাদের উপর আরো জোর দিয়ে আক্রমণ করব, যার মধ্যে তাদের নেতৃত্ব এবং আমাদের উপর আক্রমণ করার জন্য তাদের সক্ষম সব অবকাঠামোও অন্তর্ভুক্ত।”