অর্থনীতি

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট পরিবর্তন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ জুন নতুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদুল আজহার ছুটি ঘোষণার কারণে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১২ জুন।

রেকর্ড ডেট পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।