‘ফাগুন’খ্যাত শ্রোতাপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী গায়ত্রী হাজারিকা মারা গেছেন। শুক্রবার (১৬ মে) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৪ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, গায়ত্রী কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। আসামের গোয়াহাটির নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীতশিল্পী।
গত ১৬ মে নেমকেয়ার হাসাপাতালের চিকিৎসক হরিশ বড়ুয়া বলেন, “ক্যানসারে আক্রান্ত ছিলেন গায়ত্রী। আমাদের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তিনদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে গতকাল শারীরিক অবস্থার অবণতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি। দিনটি আমাদের জন্য বেদনার।”
আসামের সাংস্কৃতিক ও সংগীতাঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন গায়ত্রী। তার আবেগভরা কণ্ঠ এবং সমসাময়িক শব্দের সঙ্গে ঐতিহ্যবাহী আসামিয়া সুরের মিশ্রণের অনন্য ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যু রাজ্য এবং বাইরেও ভক্ত-সহশিল্পীদের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে।
তার গাওয়া ‘ঝরা পাতে পাতে ফাগুন নামে’ গানটি মুক্তির পর ভীষণ দর্শকপ্রিয়তা লাভ করে। প্লেব্যাক গানের পাশাপাশি লাইভ পারফরম্যান্সের মাধ্যমেও দর্শকদের মন জয় করেন।
১৯৮০ সালে আসামে জন্মগ্রহণ করেন গায়ত্রী হাজারিকা। সেখানেই তার বেড়ে ওঠা। উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্ৰীয় সংগীতে স্নাতক ডিগ্রি লাভ করেন।