বিনোদন

নুসরাত ফারিয়া গ্রেপ্তার, ফেসবুকে সরব সহশিল্পীরা

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম সরব। হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শিল্পীদের নিরাপত্তা, মর্যাদার দাবিতে অভিনয় শিল্পী সংঘ বিবৃতিও দিয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রনায়িকা পরীমণি, নির্মাতা আশফাক নিপুণ, অভিনেতা বাশার,  নির্মাতা শিহাব শাহীন, র‌্যাপার তাবীব, অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে। 

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘‘আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী নুসরাত ফারিয়ার শাস্তি হোক। নইলে মুক্তি দেওয়া হোক এ পরিস্থিতি থেকে। কিন্তু কোনো চরিত্রে অভিনয়ের কারণে বা ঢালাওভাবে যে গায়েবি মামলা হচ্ছে তার শিকার হলে বেদনাদায়ক।”

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। তিনি লিখেছেন, “রাষ্ট্র কী ভুলে যাচ্ছে? আপনারা বাংলাদেশকে কথা দিয়েছিলেন, তার বাকস্বাধীনতা থাকবে, শিল্পী তার শিল্পচর্চা করবে আপন লয়ে, আরও কত কী! গোল্ডফিশ মেমোরি হলে তো হবে না! মনে করানোর ব্যবস্থা বাংলাদেশের মানুষ কিন্তু জানে!”

“উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!” নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম একবাক্যে পরিস্থিতি বর্ণনা করেছেন। এ অবস্থায় প্রশ্ন তুলেছেন অনেকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনাও স্মরণ করিয়ে দিচ্ছেন কেউ কেউ।   

অভিনেতা সোহেল রানা লিখেছেন, ‘‘দায়িত্ব নিয়া বলেন এই রাষ্ট্রে শিল্পী কীভাবে তার কর্মটা করবে?’’

নির্মাতা ইমেল হক লিখেছেন, ‘‘আব্দুল হামিদসহ চিহ্নিত অপরাধীদের পালাতে সাহায্য করা হয় আর নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। বাহ সরকার, বাহ!’’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন ছড়া :  ‘‘চোখের সামনে পার পেয়ে যায়  বোয়াল মাগুর রুই,  নরম কোমল নায়িকা ধরে  জেলের ভেতর থুই।  মন্ত্রী-নেতার সখ্যে যদি  খুনের মামলা হয়,  তুমি আমি গান কবিতায়  কেউই মুক্ত নয়।’’

নাট্যনির্দেশক আলী হায়দার পুরো ঘটনা ‘উদ্ভট আর অপরিপক্ব’ উল্লেখ করে লিখেছেন ‘‘নুসরাত ফারিয়া ন্যায্যবিচার পাক এই দাবি জানাচ্ছি।’’

উল্লেখ্য রবিবার (১৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। সোমবার আদালতের নির্দেশে এই নায়িকাকে পাঠানো হয়েছে কারাগারে।