জাতীয়

‘এই শহরে সাধারণ মানুষের কোনো মূল্য নেই’ 

‘দুই দিন পর পরই আন্দোলন। কিছু হলেই সড়ক অবরোধ। গ্রীষ্মের গরম। রিকশাও মিলছে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত। এই শহরে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। আমাদের মতো মানুষের সময়ের কোনো দাম নেই।’

মঙ্গলবার (২০ মে) ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটগামী যাত্রী সালেহা বেগম কথাগুলো বলছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে হাজারো নেতাকর্মী ষষ্ঠ দিনে মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সালেহা বেগমের মতো সাধারণ মানুষ।   

জাকির হোসেন নামে আরেক পথচারী বলেন, “মিরহাজীরবাগ থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। পথে দুই ঘণ্টা একই জায়গায় যানজটে আটকে আছি। সকাল সাড়ে ৯টায় বাসে উঠেছি, যেতে চেয়েছি উত্তরা। গুলিস্তান পৌঁছাতে দুপুর সাড়ে ১২টা। এমন বিশৃঙ্খলায় সাধারণ মানুষ যাবে কোথায়?”

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনকারীরা পীর ইয়ামিন মার্কেট ও মাজার গেট থেকে পুলিশ হেড কোয়ার্টার পর্যন্ত সড়কে ব্যারিকেড দেয়। স্লোগান, গান ও মিছিলের মাধ্যমে তারা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না। তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলেন এবং দ্রুত শপথ না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন।

ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সড়ক অবরোধের কারণে বিকল্প রুটেও যানজট বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাফিক পুলিশের উপ পরিদর্শক সাদেক হোসেন বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তবে সড়কে অবস্থান কর্মসূচি চললে যানজট এড়ানো কঠিন।” 

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পেতে আন্দোলন করছেন তার সমর্থকরা

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আন্দোলন করে আসছেন তার সমর্থকরা।