দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। তবে সমাবেশে একশ’রও কম নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি বিক্ষোভ প্রদর্শনে এ কর্মসূচি দিয়েছে এনসিপি।
এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড।
গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি। ইশরাককে মেয়র হিসেবে পেতে আন্দোলন করছেন তার সমর্থকরা। গত ১৪ মে থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। আজও ঢাকার মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড়ে বিএনপির হাজারো নেতাকর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।