কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি বিভাগে অতিদ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগের রোড ম্যাপ দেওয়ার আল্টিমেটাম দেন তারা।
বুধবার (২১ মে) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষক সংকট নিরসন চাই’, ‘শিক্ষক সংকট নয়, চাই শিক্ষার অগ্রগতি’, ‘শিক্ষক ছাড়া শিক্ষা অচল’, ‘জটমুক্ত বিভাগ চাই’, ‘শিক্ষক চাই, এখনই চাই’, ‘অনলাইনে নয়, অফলাইনে সব কোর্স চাই’, ‘শিক্ষক বাড়াও, বিভাগ বাঁচাও’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তারিন বলেন, “বিভাগের শিক্ষক সংকট নিয়ে আমরা ডিন স্যারের সঙ্গে কয়েকবার কথা বলেছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাদের বলতে চাই, আপনারা আমাদের মা বাবা তুল্য, আপনারা এভাবে আমাদের সমস্যা এড়িয়ে যাবেন না। আমরা দ্রুত আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ চাই।”
ফার্মেসি বিভাগের আরেক শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, “আমাদের বিভাগে কাগজে কলমে ১২ জন শিক্ষক থাকলেও আছেন মাত্র পাঁচজন। তার মধ্যে একজন বিজ্ঞান অনুষদের ডিন। সবমিলিয়ে বলা যায় মাত্র চারজন শিক্ষক ক্লাস নেন। যাদের ভাগে প্রত্যেকটা ব্যাচের দুইটা করে কোর্স থাকে। এজন্য আমরা সেশনজটে পড়ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আমাদের বিভাগে যেন অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হয়।”
কুবির ফার্মেসি বিভাগে মোট ১২ জন শিক্ষকের মধ্যে সাতজন শিক্ষা ছুটিতে আছেন। ফলে মাত্র পাঁচজন শিক্ষক নিয়ে চলছে বিভাগটি।