ক্যাম্পাস

শাবিপ্রবিতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবৈধ পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগের প্রভাষক তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে পাঁচদিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২১ মে) দুপুরে শাবিপ্রবির পিএমই বিভাগে গিয়ে দেখা যায় ক্লাস ও ল্যাব কক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে সব ধরনের একাডেমিক ও গবেষণা কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাফিন বলেন, “গত বছর জুন মাসে একটা নিয়োগ হয়েছিল, যেটা সম্পূর্ণ অবৈধ। এক বছর পরেও এর কোনো সমাধান হয়নি। আমরা এর প্রতিবাদে লাগাতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি করার পরও নির্দিষ্ট কোনো সময়সীমা পাইনি, যার মধ্যে তার নিয়োগ বাতিল করা হবে।”

তিনি আরো বলেন, “যেহেতু আমরা প্রশাসন থেকে আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা পাইনি, তাই আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি। যতদিন তার নিয়োগ বাতিল করা না হবে, ততদিন আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভাগের সব কাজে অসহযোগিতা অব্যহাত রাখব।”

পিএমই বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “শনিবার সিন্ডিকেটের ২৩৬তম সভার পর থেকে বিভাগে ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। শিক্ষার্থীরা অফিসে তালা দিয়েছেন। বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। কারণ, যোগ্যতা ছাড়া কোনো নিয়োগ বিভাগ মেনে নেবে না।”