ক্যাম্পাস

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সেমিনার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে এমবিএসটিইউ রিডার জোন ও বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ‘আত্মহত্যা প্রতিরোধ ও স্বীকৃতি অনুষ্ঠানের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজির এ অনুষ্ঠানে সহযোগিতা করে দেশবন্ধু গ্রুপ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ। প্রধান আলোচক ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেজর (অব.) আবদুল ওহাব।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান।

রিডার জোনের সাধারণ সম্পাদক রাহাদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের ট্রমা ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের সুমাইয়া তামান্না এবং সুমাইয়া তাসনিম বিষয়ভিত্তিক বক্তব্য দেন।

প্রধান অতিথি অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আত্মহত্যা একটি ভয়াবহ সামাজিক সমস্যা, যা শুধু একটি ব্যক্তির জীবনকেই নিভিয়ে দেয় না, তার পরিবার, বন্ধুবান্ধব এবং পুরো সমাজকেই এক গভীর বেদনার সাগরে ভাসিয়ে দেয়। প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ আসে। তবে মনে রাখতে হবে, এই কঠিন সময়ও পার হয়ে যায়।”

তিনি বলেন, “জীবনের কোনো সমস্যাই আত্মহত্যার মাধ্যমে সমাধান হতে পারে না। তাই আমাদের দায়িত্ব— পরিবার, বন্ধু, সহপাঠী ও সহকর্মীদের পাশে দাঁড়ানো। সহানুভূতি, সহযোগিতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এই ভয়াবহ প্রবণতা প্রতিরোধ করতে পারি।”