লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আরো ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২১ মে) মধ্যরাতে উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে, ১১ জন নারী ও সাত শিশু ও দুই জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বিজিবি ধবলসুতী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের বরাতে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘তারা ২০ থেকে ২৫ দিন ভারতীয় জেলে বন্দি ছিলেন। দেশটির পুলিশ তাদের গাড়িতে করে সীমান্তে নিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা তাদের ঠেলে পাঠায়।’’
গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।