সারা বাংলা

‘আমরা আপনাকে চাই’, প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপি নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাকে চাই। আমরা আপনার পদত্যাগ চাই না।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনাকে সমর্থন করেছে। তাই আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনাকে সমর্থন জানানোর শর্ত ছিল, দেশে সুশাসন হবে; একটা ভালো নির্বাচন হবে।’’ এসময় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘দেশ অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। দেশে কখন কি হয়ে যায়, এটা নিয়া নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।’’

লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ কামাল খান, শহর ছাত্রদলের আহ্বায়ক মো. রোমান হোসেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, ‘‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন।’’

আরো পড়ুন: অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ