নরসিংদীতে মাদকসেবন নিয়ে ঝগড়ার একপর্যায়ে শুভ মিয়া (২০) খুন করা হয়। চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় জড়িত থাকার অভিযোগ শুভর তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (২৫ মে) দুপুরে নরসিংদী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পিবিআইর নরসিংদী জেলার পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।
পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন জানান, গত ৬ মে সন্ধ্যায় শুভ মিয়া তার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন খিদিরপুর টেকপাড়ার জানেরমুখ ব্রিজের পাশে ডোবার ধারে তার মরদেহ পাওয়া যায়। পরে ৯ মে নরসিংদী মডেল থানায় হত্যার অভিযোগে মামলা করা হয়।
এরপর পিবিআই মামলার তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুতই হত্যায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়। ২০ মে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাবিবুর রহমান (২৪) ও কবির হোসেন (২১) এবং ২৯ মে চাঁদপুর থেকে আহম্মাদ নাঈম (২৪) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন জানান, তদন্তে জানা যায় শুভ মিয়া এবং গ্রেপ্তাররা বন্ধু ছিলেন। ঘটনার দিন তারা একসঙ্গে মাদক সেবনের সময় হাবিব ও শুভের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাবিব শুভকে গলায় চেপে ধরেন এবং বাকি দুইজন মিলে তাকে বেধড়ক মারধর করেন। পরে গরু বাঁধার দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ডোবায় ফেলে দেয়া হয়। গ্রেপ্তার তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর উপপরিদর্শক মোহাম্মদ আবু সালেক জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।