সারা বাংলা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মো. আকবর আলীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. নুরুল আমিনকে সদস্য সচিব করা হয়েছে। 

রবিবার (২৫ মে)  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. আবু সাঈদ রাজাকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট শহীদ হাসান। 

সদস্যরা হলেন- অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই.জে শাহারিয়ার হাসিব, অ্যাডভোকেট জি.এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট এ.বি.এম ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট লুৎফুন নেছা রুবী।

সাতক্ষীরা জেলা শাখার কমিটিকে আজ ২৫ মে থেকে পরবর্তী তিন মাসের জন্য মেয়াদ প্রদান করা হয়েছে। উক্ত মেয়াদের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কমিটিকে বলা হয়েছে।