আইন ও অপরাধ

মারধর ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে পরীমণি

শ্লীলতাহানি, মারধর ও হুমকির অভিযোগে আবাসন ব্যবসায়ী বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (২৬ মে) বেলা ১১ টা ৫ মিনিটের দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে তিনি হাজির হন। এদিন পরীমণিকে জেরার দিন ধার্য রয়েছে। 

২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আদালতে জবানবন্দি দেওয়া শুরু করেন। গত বছরের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি শেষ করেন। 

মামলার আসামি হলেন, ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। 

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। 

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন। 

২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।