ক্যাম্পাস

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আইন বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে রসায়ন বিভাগকে ১৩৮ রানে হারিয়ে বিজয়ী হয়েছে আইন বিভাগ। 

মঙ্গলবার (২৭ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

প্রথম ইনিংসে আইন বিভাগ ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। জবাবে রসায়ন বিভাগ ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এ খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ।

খেলার পুরস্কার বিতরণী সভায় ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

খেলা শেষে বিজয়ী, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ সেরা খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।

এ টুর্নামেন্টে বাংলা বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থনীতি বিভাগ।