জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ মে) ভয়েস অফ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস এর পক্ষ থেকে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে তারা দুই দফা দাবি জানান। দাবিগুলো হলো- ২০২৫সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন এবং ধারাবাহিকতা বজায় রেখে প্রতি ২ বছর অন্তর সমাবর্তন আয়োজন করতে হবে; ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবর্তন আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে বিভাগীয়/জেলা পর্যায়ে সমাবর্তন আয়োজনের উদ্যেগ গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে গত ২০১৭ সালে প্রথমবার সমাবর্তন আয়োজন করা হয়। তাও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৪ হাজার ৯৩২ জন সুযোগ পান। ভয়েস অফ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস এর পক্ষ থেকে ইতোমধ্যে নোয়াখালী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কলেজে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন আয়োজন করা হলেও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের পর আর আয়োজন করা হয়নি। আমরাও চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানের পাশাপাশি সবদিক দিয়ে এগিয়ে যাক।