সারা বাংলা

বৃষ্টিপাতে হোটেলে আটকা পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটক 

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। অনবরত বৃষ্টির কারণে কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেলে আটকা পড়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। এ কারণে অনেকটা পর্যটক শূন্য রয়েছে কুয়াকাটা সৈকত। খাবার হোটেলসহ অধিকাংশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ  রয়েছে। তাই পর্যটকরা হোটেলে অবস্থান করছেন। 

বুধবার সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত কুয়াকাটা কলাপাড়ায় ১১৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

এদিকে অনেক খাবার হোটেল বন্ধ ও বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক পর্যটকই বিরক্ত। 

ঢাকার মিরপুর থেকে থেকে আসা পর্যটক মোসলেম উদ্দীন বলেন,  ‘‘আমরা চার বন্ধু কুয়াকাটায় বেড়াতে এসেছি। বৃষ্টির কারণে বারবার বিদ্যুৎ যাচ্ছে। এছাড়া গতকাল রাতে যে হোটেলে খাবার খেয়েছি সকাল থেকে সে হোটেল বন্ধ। অন্য হোটেলে গিয়ে নাস্তা সারতে হয়েছে। আবার সৈকতের আবহাওয়া বিক্ষুব্ধ। এ অবস্থায় আমাদের ট্যুরের পরিকল্পনাও ভেস্তে গেছে। বৈরী আবহাওয়ায় দিনের বেলায় কিছুটা চলাচল করতে পারলেও রাতে তা মোটেই সম্ভব নয়।’’ 

পিরোজপুর থেকে আসা পর্যটক ফিরোজ হোসেন বলেন, ‘‘কুয়াকাটায় সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটতে এবং সন্ধ্যা পরবর্তী সময়ে বিচে বসে ফিস ফ্রাই খাওয়ার জন্য এসেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে হোটেল থেকে বের হতেই পারছিনা। আমাদের ট্যুরে আসার আনন্দটাই মাটি হয়ে গেছে।’’  

হোটেল ফ্রেন্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক আরিফ সুমন বলেন, ‘‘বর্তমানে কুয়াকাটায় পর্যটকের তেমন বেশি চাপ নাই। আর যারা রয়েছেন এই মুহূর্তে তারা অতিবৃষ্টির কারণে হোটেলে অবস্থান করছেন।’’   

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘‘বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কিছুটা কম এবং যারাও রয়েছেন তারাও হোটেলে অবস্থান নিয়ে আছেন। তবে আমাদের টিম মাঠে কাজ করছে।’’