আন্তর্জাতিক

হাজার ফুট উঁচু থেকে তিস্তায় পর্যটকবাহী গাড়ি, নিহত এক, নিখোঁজ আট

উত্তর সিকিমের চুংথাং-মুনশিথাং সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি পর্যটকবাহী গাড়ি এক হাজার  ফুট উঁচু থেকে তিস্তা নদীতে পড়ে গেছে। গাড়িটিতে ১০ জন পর্যটক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চালকসহ ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নেমে আসছিল। চুংথাংয়ের কাছে  গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। ঘটনার পর স্থানীয় পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর বিশেষ দল এবং আইডিবিপি সেনাকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।  দুজনকে গুরুতর আহত অবস্থায় মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটজন এখনও নিখোঁজ। 

সেনাবাহিনী, সিকিম পুলিশ, দমকল বিভাগের সঙ্গে উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহায়তা করছেন। দুর্গম এলাকা ও নদীর স্রোতের কারণে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।