খুলনার কয়রায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার উলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী গাজী (৪০) ওই গ্রামের মৃত দারা গাজীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শহীদুল ইসলাম গাজীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শহীদুল তার স্ত্রীকে মারপিট করে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তার ডাক-চিৎকারে পার্শ্ববর্তী বাড়ি থেকে দেবর সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে বাঁচাতে যান। তখন শহীদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করলে জ্ঞান হারান তিনি। পরে বটি দিয়ে ছোট ভাই সাহেব আলীকে গলাকেটে হত্যা করেন শহীদুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’