জাতীয়

জোড়া মাথার দুই কন্যাশিশুর জন্মের আগেই মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে জোড়া মাথার দুই মৃত কন্যাশিশু প্রসব করেছেন  জরুফা খাতুন (২৪) নামে এক নারী। শুক্রবার (৩০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে তিনি শিশু দুইটি প্রসব করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের কৃষক সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন গতকাল বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক জানান গর্ভে জমজ শিশু রয়েছে।

শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে জোড়া মাথার মৃত দুই কন্যাশিশু প্রসব করেন জরুফা খাতুন। এসময় শিশুদের চারটি হাত, চারটি পা এবং দুইটি মাথাযুক্ত অবস্থায় দেখা যায়।

মারা যাওয়া নবজাতকদের মা জরুফা বলেন, গর্ভবতী হওয়ার সাত মাস ২৮ দিন পর তিনি সন্তান প্রসব করলেন। প্রসবের কিছুক্ষণ আগেই দুই সন্তানের মৃত্যু হয়। তার ৭ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

আমেনা হাসপাতালের চেয়ারম্যান ডা. আনছারুল হক জানান, এমন জোড়া লাগানো শিশুর জন্ম হয় তা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। জীবিত থাকলে তাদের আলাদা করার সুযোগ থাকত।  ইমম্যাচিউরড (অপরিপক্ক) থাকায় মৃত অবস্থায় জন্ম হয় শিশু দুইটির।