গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবনে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৩টার দিকে ডাকাতরা ওই বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চলতি বছরে আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাত দল আবিদা সুলতানার বাসভবনে প্রবেশ করে। তিনতলা বিশিষ্ট ওই ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ভুক্তভোগীর পিতা মোহাম্মদ নাজমুল আলমকে হাত-পা বেঁধে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করছি।”