সারা বাংলা

‘আগে বিচার এরপরে সংস্কার তারপর নির্বাচন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘‘আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, তারপর হবে নির্বাচন।’’

শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ২০ বছর পর অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। এটিএম আজহারুল ইসলামের বিচার একটি সুবিচার হয়েছে।’’

তিনি বলেন, ‘‘যারা বিচার চায় না, যারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, তাদের কথায় নির্বাচন হবে না। আগে রিফর্মেশন তারপর নির্বাচন চায় জামায়াতে ইসলামী।’’

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পরেই নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে এটা ঠিক, কিন্তু যেনতেন করে একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।’’

২০ বছর পর কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আজ ভোর থেকে ১৩ টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। দুপুরের মধ্যে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসব আমেজে মুখরিত হয় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠ।

কর্মী সম্মেলনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী।

সম্মেলন শেষে জেলার ৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।