ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় পাঁচ হাজার প্রান্তিক মানুষের জন্য চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজির) ২৫ জন, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালের ২৫ জন খ্যাতিমান চিকিৎসক চিকিৎসাসেবা দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী গয়েশপুর বালিকা বিদ্যালয় মাঠে ভোর থেকে আশপাশের এলাকা থেকে রোগীরা ভিড় করে লাইনে দাঁড়ান। অধিকাংশ রোগীরা ছোটখাটো শারীরিক সমস্যা নিয়ে আসলেও অনেকে আবার জটিল সমস্যা নিয়েও এসেছেন। তাদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা বা ময়মনসিংহে উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হয়।
ফ্রী ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় ডুবাইল গ্রামের বাসিন্দা হজরত আলী (৫০) বলেন, ‘‘আমরা গরিব মানুষ উপজেলা সদরের হাসপাতালে যাইতে পারি না। আইজ বড় ডাক্তার দেখাইতে পাইরা উপকার হইছে।’’
গোয়ালবর গ্রামের ষাটোর্ধ বৃদ্ধ কৃষক সাহাব উদ্দিন বলেন, ‘‘আমার স্ত্রী আনোয়ারা খাতুনের অবস্থা খুব খারাপ। একে তো দূরে যেতে হয়, আবার টাকা পয়সারও সমস্যা। বাড়ির কাছে এই বড় ডাক্তারের চিকিৎসা পাইছি আর ওষুধ পাইছি। ডাক্তার রানা সাহেবরে কইলাম মাসে একবার গরীব মানুষের জন্য এই সেবা চালু রাখতে।’’
পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা জানান, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের ৫০ জন স্বনামধন্য ও বিশেষজ্ঞ চিকিৎসক দল উপজেলার পাগলা থানার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। এই ধরনের সেবা উপজেলার অন্যান্য এলকায়ও চালু করা হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইসহাক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সাদেক, বিএনপি নেতা বসির মণ্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান, যুবদল নেতা সোহানুর রহমান শাহীন, জেলা ছাত্র নেতা রকিব মন্ডল, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, জাকির হোসেন, অমিত সরকার প্রমুখ।