নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, স্থানীয় বাসিন্দারা সিআই খোলা এলাকার ময়লার ভাগাড়ে ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটির ভেতর তারা নবজাতকের মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ওয়ালিউল্লাহ বলেন, “ভ্যানিটি ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তার বয়স একদিন হবে। পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।”