জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি (জাপা)। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সহযোগীরা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে রংপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন।
আরো পড়ুন: রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াছির বলেন, “গত ২৯ মে রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক পার্টি ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অতর্কিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা চালায়। এসময় চেয়ারম্যান জিএম কাদের বাসভবনে অবস্থান করছিলেন। তাকে হত্যার লক্ষ্যে এই হামলা চালিয়েছে তারা।”
তিনি আরো বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের পক্ষ থেকে গতকাল শুক্রবার (৩০ মে) রাতে রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মামলাটি নিতে থানার ওসি গড়িমসি করেছেন। এখন পর্যন্ত মামলাটি এজাহারভুক্ত হয়েছে কিনা আমরা জানি না।”
ইয়াছির বলেন, “আমরা চাই দ্রুত মামলাটি এজাহারভুক্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যথায় জাতীয় পার্টির দুর্গ খ্যাত এই রংপুরে অশান্ত করার চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না।” আইনী প্রক্রিয়া দৃশ্যমান না হলে আগামীতে রংপুরে হরতালের মতো কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।