সারা বাংলা

দর্শনা চেকপোস্টে স্ত্রীসহ আ.লীগ নেতা আটক

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রীসহ আটক হয়েছেন। শনিবার (৩১ মে) বিকেলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

দর্শনা ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘‘গত ১৩ মে বিকাশ কুমার ঘোষ স্ত্রী ও সন্তান নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যান। ১৭ দিন সেখানে অবস্থানের পর শনিবার বিকেলে একই পথে দেশে ফিরে আসার সময় ইমিগ্রেশন পুলিশ স্ত্রীসহ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তিনি জামিনে থাকলেও ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয়েছে।’’

বিকাশ কুমার ঘোষকে কবে কালো তালিকাভুক্ত করা হয়েছে? এই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। এছাড়া, তার স্ত্রীকে কেন আটক করা হয়েছে, জানতে চাইলে তারও সদুত্তর মেলেনি।