সারা বাংলা

‘জনগণ মালিকানা ফেরত পেলে দেশের সমস্যার সমাধান হবে’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘দ্রুততার সঙ্গে আগামী দিনে সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সেটি বাস্তবায়ন করুন। যত দ্রুত জনগণের কাছ তাদের মালিকানা ফেরত দেবেন, তত দ্রুত এই দেশের সমস্যার সমাধান হবে। জনগণ আশ্বস্ত হবে।’’

আজ সোমবার ( ২ জুন ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘বিগত ১৭ বছর জনগণকে অধিকারহারা করে রেখেছিল কর্তৃত্ববাদী সরকার। জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করার দায়িত্ব আপনাদের। সেটি সঠিকভাবে পালন করলে ইতিহাসে আপনাদের নাম থাকবে। আর যদি সঠিকভাবে পালন করতে না পারেন বা অন্যকোনো পরিস্থিতির উদ্রেগ হয়, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’’

তিনি আরো বলেন, ‘‘বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এ দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। গত ১৭ বছর মানুষ ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপির সঙ্গে রাজপথে ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি।’’

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) পদ মর্যাদার আব্দুল হকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এ সময় ১৬টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।