রাজনীতি

নিয়ম রক্ষার বা‌জেট: এবি পার্টি

অন্তর্বর্তী সরকা‌রের প্রস্তাবিত বাজেটকে নিয়ম রক্ষার বা‌জেট ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছে আমার বাংলা‌দেশ পা‌র্টি (এবি পার্টি)।

সোমবার (২ জুন) দল‌টি তাৎক্ষ‌ণিক বা‌জেট প্রতি‌ক্রিয়া এ কথা জানায়।

বা‌জেট প্রতি‌ক্রিয়ায় এবি পা‌র্টির চেয়ারম‌্যান ম‌জিবুর রহমান মঞ্জু ব‌লেন, “প্রস্তাবিত বাজেট নিয়ম রক্ষার মধ‍্যে যতটুকু সম্ভব চলনসই। ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে নতুন বন্দোবস্তের যে আকাঙ্খা তৈরি হয়েছে, বাজেটে তার উল্লেখযোগ্য প্রতিফলন নেই।”