সারা বাংলা

চট্টগ্রামে আ.লীগ নেতার পোশাক কারখানায় অভিযান, আটক ৪

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরি হচ্ছে সন্দেহে চট্টগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সাংসদ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন ‘ওয়েল ফেব্রিক্স’ কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।  অভিযানে রোলিং করা বিপুল পরিমাণ কাপড়সহ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মালিকপক্ষের চারজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২ জুন) রাত ৯টার দিকে চান্দগাঁও থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে আবদুচ ছালামের ছোট ভাইও আছেন বলে জানা গেছে। তবে পুলিশ আটকৃতদের নাম প্রকাশ করেনি। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  কুকি-চিনের পোশাক তৈরি করা হচ্ছে সন্দেহে ওয়েল ফেব্রিক্স ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গাড়িতে রোল করা কাপড়সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

গত দুই সপ্তাহ ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিনটি পৃথক অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৪৬ হাজার পিস ইউনিফর্ম জব্দ করা হয়।

গত ১৭ মে রাতে চট্টগ্রাম নগরীর ‘রিংভো অ্যাপারেলস’ নামের ওই পোশাক কারখানায় নগর গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে। অভিযানে কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।