জাতীয়

নওফেলের স্ত্রী ইমার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

সম্পদ বিবরণী দাখিল না করায় এবং ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সা‌বেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও‌ফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরু‌দ্ধে মামলা করার সিদ্ধান্ত ‌নি‌য়ে‌ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

বুধবার (৪ জুন) দুদ‌কের সেগুনবা‌গিচার প্রধান কার্যাল‌য়ে নিয়‌মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠান‌টির মহাপ‌রিচালক আক্তার হো‌সেন এ তথ‌্য তুলে ধরেন।

দুদক জানায়, নও‌ফে‌লের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আক্তার হোসেন জানান, ইমা ক্লেয়ার বার্টন ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি ক‌রা হয়েছিল। সম্পদ বিবরণীটি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহণ না করায় আদেশসহ মূল সম্পদ বিবরণী (ফরম নং ০০০৫০২৭) গত ২৩/০৩/২০২৫ তারিখে লটকিয়ে জারি করা হয়। সম্পদ বিবরণী লটকিয়ে জারির পর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির কোনো আবেদনও ক‌রে‌ননি।

তিনি আরো জানান, যেহেতু নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সেহেতু এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ ক‌রে‌ছেন তি‌নি। ফ‌লে দুদক তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।