জামালপুরের মেলান্দহে অজ্ঞাত পরিচয় এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মামা ভাগ্নে এলাকার বেইলি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বেইলি ব্রিজের নিচে ডোবায় বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘এক নারীর মাথাবিহীন-কব্জি কাটা লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’