ফরিদপুরের নগরকান্দায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় তারা। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে দুই বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খান বলেন, ‘‘নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে দুই বোন বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে মারা যায়।’’