আন্তর্জাতিক

আসছে অরুন্ধতী রায়ের নতুন বই ‘মাদার মেরি কামস টু মি’

আসছে অরুন্ধতী রায়ের নতুন বই ‌‘মাদার মেরি কামস টু মি’। এটি প্রকাশ করছে পেঙ্গুইন ইন্ডিয়া। ৪ জুন ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন অরুন্ধতী রায় নিজেই।

অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিকথা, যেখানে লেখক কীভাবে পরিস্থিতির দ্বারা ব্যক্তি এবং লেখক হয়ে ওঠেন তার বিবরণ রয়েছে।

মায়ের সাথে কাটানো জীবনস্মৃতি ও তাদের সম্পর্কের নানাবিধ জটিলতা বইটিতে জায়গা পেয়েছে। অরুন্ধতী রায় বলেন, “আমি সারাজীবন ধরে বইটি লিখেছি। সম্ভবত আমার মতো একজন লেখকের জন্য তার মতো একজন মায়ের দরকার ছিল। কেবল তার সন্তান হিসেবে আমি ব্যথিত নই, আমি শোক করি একজন লেখকের জন্য যিনি তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হারিয়েছেন।”

হ্যামিশ হ্যামিল্টনের প্রকাশনা পরিচালক সাইমন প্রসার- “বইটি জাদুকরীভাবে অরুন্ধতী রায়ের জীবন এবং লেখার সমস্ত উপাদানকে একত্রিত করেছে, অরুন্ধতী রায় যেমন বিস্ময় ও অনুপ্রেরণা-এই বইটিও তাই।”