অভিনেতা আরিফিন শুভর মা–ভক্তির কথা তার অনুরাগীদের অজানা নয়। মা হারানোর ১৬ মাস ১৩ দিন পরও যেন মায়ের শূন্যতা তাড়া করে বেড়াচ্ছে শুভকে। প্রায়ই মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করেন।ঈদের দিনেও সেই মাকেই মনে করলেন তিনি। এমন আনন্দের দিনে মাকে স্মরণ করে আবেগে ভেসে গেলেন এই অভিনেতা।
ঈদের দিন মায়ের করব জিয়ারত করার একটি ছবি পোস্ট করেছেন শুভ। সেখানে দেখা যাছে, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তিনি মোনাজাত করছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে?’
এরপর তিনি লিখেছেন, ‘আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিল? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।‘
একদম শেষে গভীর শোক নিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি...তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’
প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তার মা খাইরুন নেছা। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল।
২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভ তার মাকে হারান।
উল্লেখ্য, ‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে ফিরেছেন আরিফিন শুভ। ৭ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘নূর’, ‘লহু’ ও ‘ঠিকানা বাংলাদেশ’। বলিউডের ‘জ্যাজ সিটি’ শিরোনামের একটি ওয়েব সিরিজও মুক্তির অপেক্ষায় আছে এই নায়কের।