ছোট পর্দার আলো ছড়ানো অভিনেত্রী সাবিলা নূরের জন্য যেন সত্যিই ‘একাদশে বৃহস্পতি’ এসে গেছে। দীর্ঘ এক যুগের নাট্যজীবনে দর্শকের ভালোবাসায় জায়গা করে নেওয়া এই মেধাবী শিল্পী এবার পা রেখেছেন ঢাকাই সিনেমার রুপালি জগতে। আর অভিষেকেই পেলেন এমন এক সহশিল্পী, যিনি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাতেই সাবিলা নূর প্রথমবারের মতো বড় পর্দায় দেখা দিয়েছেন, তাও আবার শাকিব খানের বিপরীতে। স্বাভাবিকভাবেই এই অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবিলা। বলতেই হয়, শোবিজ যাত্রার এই মোড়টা তার জন্য স্বপ্নের মতোই। প্রথম দিনই শাকিব খানের সঙ্গে শুটিং—তাতে খানিকটা নার্ভাস ছিলেন সাবিলা। কিন্তু সেই ভয় কাটিয়ে দিয়েছেন খোদ শাকিব নিজেই।
সাবিলা বলেন, “শাকিব খানের সঙ্গে আমার শুটিং ছিল প্রথম দিনেই। খুব নার্ভাস ছিলাম। কিন্তু তিনি এতটা সহযোগিতা করেছেন, এত সহজ করে দিয়েছেন—সেই ভয় একদম উড়ে গেছে।”
শাকিবের প্রতি মুগ্ধতা গোপন করেননি এই নায়িকা। তার কথায়, “তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। সেটে এলেই চারপাশে একটা পরিবর্তন চলে আসে। কিন্তু তিনি কাউকে বোঝার সুযোগই দেন না, যে তিনি এত বড় একজন তারকা। বরং সবাইকে নিয়ে আনন্দে থাকেন, প্রতিটি দৃশ্য নিয়ে ভীষণ সিরিয়াস থাকেন।”
‘তাণ্ডব’ সিনেমায় সাবিলার চরিত্রের নাম ‘নিশাত’, আর শাকিব খানের চরিত্রের নাম ‘স্বাধীন’। শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে সাবিলা বলেন, “যখন অ্যাকশন বলা হলো, তখন আর তাকে শাকিব খান মনে হচ্ছিলেন না। মনে হচ্ছিল, উনি স্বাধীন। আমি নিজেও তখন নিশাত হয়ে গিয়েছিলাম। তখন ক্যামেরার সামনে শুধু ক্যারেক্টার, না ছিল কোনো ভয়, না সংকোচ।”
শাকিব খানের সঙ্গে নিজের একটি মিলও খুঁজে পেয়েছেন সাবিলা। তিনি বলেন, “আমি সাধারণত একটু ‘ইন্ট্রোভার্ট’। সেটে খুব শান্ত পরিবেশ পছন্দ করি। শাকিব খানও তেমন। কারও সঙ্গে অযথা কথা নয়, শুধু নিজের দৃশ্য নিয়ে ভাবনা-চিন্তায় ব্যস্ত থাকেন। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে।”
ঈদের প্রথম দিনেই দারুণ প্রশংসা পেয়েছে সাবিলার অভিনয়। দেশের ১৩২ সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজক সূত্রে জানা গেছে, হলের সংখ্যা আরও বাড়তে পারে।
সাবিলা নূরের অভিনয়-যাত্রায় ‘তাণ্ডব’ হতে যাচ্ছে এক মাইলফলক। প্রথম সিনেমাতেই দেশের সবচেয়ে বড় তারকার বিপরীতে অভিনয় করেছেন আবার সেই সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। ধারণা করা হচ্ছে, সিনেমা হলে অনেক দিন ধরে চলবে সিনেমাটি। এর ফলে ‘তাণ্ডব’ টিম যেমন সফলতা পাবে, সিনেমার নায়িকা হিসেবে সাবিলার জন্যও এই অর্জন হবে বিশেষ মাইলফলক।