সারা বাংলা

প্রতিষ্ঠা করতে হবে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “দেশে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সে জন্য প্রতিষ্ঠা করতে হবে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা। আগামীতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা যেন কখনো জনগণের বিপক্ষে দাঁড়াতে না পারে। জনগণের মতামতের মূল্যায়ন থাকা বাঞ্ছনীয়।”

তিনি বলেন, “শিশু থেকে বৃদ্ধ, সব শ্রেণিপেশার মানুষ এখন এনসিপির সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছেন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সব ধরনের সেবা। প্রশাসন হবে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্যেই কাজ করে যাচ্ছে এনসিপি।”

বুধবার (১১ জুন) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা শহরে দলীয় কার্যালয় উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের ওপর জুলুম করেছে। তারা খুন, গুম ও নির্যাতন করেছিল। সেই অন্ধকার থেকে মুক্তির জন্য ছাত্র-জনতার নেতৃত্বে এক অভূতপূর্ব অভ্যুত্থান সংগঠিত হয়।”

সুষ্ঠু ধারার ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য দূর করে অবহেলিত রংপুর অঞ্চলের অধিকার আদায়ে কাজ করার কথা জানান তিনি। 

পীরগাছা উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত এনসিপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় পারুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এনসিপির আদর্শের সাথে ঐক্যমত ঘোষনা করে বক্তব্য রাখেন এবং আগমী দিনে রংপুর-৪ আসনে আখতার হোসেনকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।