বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বলের মা মিনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বুধবার (১১ জুন) ভোরে বার্ধক্যজনিত কারণে রাজধানীর আজিমপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মনিরুজ্জামান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে বিএসআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
বিএসআরএফ নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।