ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ‘মুসলিম দেশগুলোকে’ তাদের কিছু জমি ত্যাগ করে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেওয়া উচিত। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বুধবার বিবিসি সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।
হাকাবি বলেছেন, “ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা ভূমির চেয়ে মুসলিম দেশগুলির ৬৪৪ গুণ বেশি জমি রয়েছে। তাই ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য যদি এত আকাঙ্ক্ষা থাকে, তাহলে এমন কারো থাকা উচিত যে বলবে, আমরা তাদের স্বাগত জানাতে চাই।”
‘ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানি’ দেওয়ার জন্য দুই অতিডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করায় হাকাবি যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ মার্কিন মিত্রদের তীব্র সমালোচনা করেছেন। তিনি দ্বি-রাষ্ট্র সমাধানকে ‘উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য’ বলেও অভিহিত করেছেন।
দ্বি-রাষ্ট্র সমাধানে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কল্পনা করা হয়েছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এটি ইসরায়েলের পাশাপাশি থাকবে।
ব্লুমবার্গের সাথে একটি পৃথক সাক্ষাৎকারে হাকাবি জানিয়েছেন, আমেরিকা আর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের লক্ষ্য অনুসরণ করছে না।
তাহলে পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র থাকতে পারে না এমন অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে কিনা জানতে চাইলে হাকাবি বলেন, “আমি বলব না যে এটি কখনো হতে পারে না, আমি যা বলব তা হল সংস্কৃতির পরিবর্তন করতে হবে।”