সারা বাংলা

বেতনা এক্সপ্রেস ট্রেনে মিলল ভারতীয় পণ্য, আটক ৩ 

যশোরের বেনাপোল থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় প্রসাধনী ও পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়। 

বুধবার (১১ জুন) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে চালানো অভিযানে নেতৃত্ব দেন যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার। 

আটককৃতরা হলেন- যশোর চাঁচড়া এলাকার বাসিন্দা আরিফা (৫০), জেলা সদরের বসুন্দিয়া এলাকার হোসেন (৬৫) ও বেনাপোল এলাকার ডলি (৪৫) ।

সেনাবাহিনী জানায়, বেনাপোল থেকে খুলনা যাচ্ছিল বেতনা এক্সপ্রেস ট্রেনে। গোপন মাধ্যমে খবর আসে, ট্রেনটিতে ভারতীয় প্রধাসনী সামগ্রী ও পণ্য যেমন- সাবান, সেম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বল রয়েছে। যশোর শহরতলী পুলেরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে তিন চোরাকারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে প্রসাধনী সমগ্রী ও পণ্য জব্দ করা হয়। 

যশোর কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, “পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এখনো চোরাকারবারিদের থানায় আনা হয়নি। পরে বিস্তারিত জানাতে পারব।”