সারা বাংলা

মাজারে গামছা পরে সমু চৌধুরী, ফেসবুকে ভক্তদের কৌতূহল  

অভিনেতা ও নাট্যকার সমু চৌধুরীকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার একটি মাজারে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। অভিনেতার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পাগলা থানা এলাকার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গাব গাছের নিচে সমু চৌধুরীকে শুয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় মামুন নামে এক যুবক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলমকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, ‘‘খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তার সঙ্গে কথা না বললে ঠিক কী ঘটেছে জানা যাবে না।’’

এ দিকে সমু চৌধুরীর গামছা পরে শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাবগাছের নিচে শুয়ে থাকার ছবি, ভিডিও শুভাকাঙ্খীরা ফেসবুকে শেয়ার করছেন। তারা এই অভিনেতার আত্মীয়স্বজনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।