সারা বাংলা

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরো ২৩ জনেকে ঠেলে দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা চাপসার সীমান্ত দিয়ে আরো ২৩ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) সীমান্তের চৈত্রাণপুকুর এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করতে দেখে ২৩ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৭ শিশু, ১২ নারী ও ৪ পুরুষ  রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন স্থানে বসবাস ও কাজকর্ম করে আসছিলেন। গত রাতে বিএসএফ তাদের ঠেলে দিয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, ‘‘বিজিবির মাধ্যমে ২৩ জনকে আটকের বিষয়টি জানতে পেরেছি। বিজিবি কার্যক্রম শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করবে। এরপর তাদের পরিচয় যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

গত কিছু দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।