সারা বাংলা

চাঁদপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, যুবকের মৃত্যু

চাঁদপুরে বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়ার সরকার বাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া মুরাদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধুপুর ব্যাপারি বাড়ির মৃত শাহাজাহান আলির ছেলে। তিনি মতলব দক্ষিণ থেকে চাঁদপুরে যাচ্ছিলেন।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত এলাকাটি পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি থানা হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।